তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সব সময় দেশের মানুষের পাশে থেকেছে, আগামীতেও থাকবে। পূজা হোক বা ঈদ—প্রতিটি ধর্মীয় উৎসবে আমরা চাই মানুষ নিরাপদে ও নির্বিঘ্নে উৎসব পালন করুক। কোনো ধরনের অপশক্তি বা নাশকতা যদি কেউ ঘটাতে চায়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে আমরা তা প্রতিহত করব। আমরা চাই, এখানে যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্য আছে, সেটি আরও দৃঢ় হোক।’তিনি আরও বলেন, ‘আমি বিভিন্ন মন্দিরে গিয়েছি, পুরোহিত ও পূজা উদ্যাপন কমিটির সঙ্গে কথা বলেছি, তাদের সমস্যার খোঁজ নিয়েছি। ব্যক্তিগতভাবে আমার নম্বর দিয়ে এসেছি, যেন যে কোনো প্রয়োজনে তারা সরাসরি আমাকে জানাতে পারেন। এ দেশ সবার, তাই এই উৎসবও তেমনই। আমরা চাই, শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে শেষ হোক এবং প্রতিটি মানুষ উৎসবের আনন্দে শরিক হতে পারেন।’ তিনি আরও বলেন, ‘আমি...