এশিয়া কাপে শেষ মুহূর্তে ফাইনালের দৌড় থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ। তবে সেই হতাশা পেছনে ফেলে আবারও মাঠে নামছে টাইগাররা। প্রতিপক্ষ এবার শক্তিশালী আফগানিস্তান, আর তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দেবেন অন্তর্বর্তীকালীন অধিনায়ক জাকের আলী। নতুন দায়িত্বে থেকেই তিনি চোখ রাখছেন একদম নতুন শুরুর দিকে।আফগানিস্তানের স্পিন আক্রমণ বিশ্বসেরাদের কাতারে। রশিদ খান, নুর আহমেদ ও মোহাম্মদ গজনফরকে সামলানো সহজ হবে না বাংলাদেশের জন্য। তবে জাকের আলী জানালেন, প্রতিপক্ষ নয়—বাংলাদেশের মূল মনোযোগ নিজেদের ঘাটতি দূর করায়, বিশেষত ব্যাটিংয়ে।জাকের বলেন, ‘মূল চ্যালেঞ্জ হলো নির্দিষ্ট দিনে ভালো খেলা। গত সিরিজে আমরা দল হিসেবে ভালো করতে পারিনি। তাই এবার মূল পরিকল্পনা হলো ব্যাটিং ইউনিট হিসেবে দায়িত্ব নেওয়া। এশিয়া কাপে আমরা সবচেয়ে বেশি ভুগেছি ব্যাটিংয়ে, তাই সেটাকেই প্রাধান্য দিচ্ছি।’এশিয়া কাপে বাংলাদেশি টপ অর্ডারের ব্যর্থতা ছিল চোখে...