নিউ জিল্যান্ডের টিম রবিনসনের ঝলমলে সেঞ্চুরিও থামাতে পারল না অস্ট্রেলিয়াকে। আজ বুধবার (১ অক্টোবর) মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মিচেল মার্শের বিধ্বংসী ইনিংসে ভর করে ছয় উইকেট আর ২১ বল হাতে রেখেই জয় তুলে নিল অজিরা। নিউ জিল্যান্ড আগে ব্যাট করে ৬ উইকেটে তোলে ১৮১ রান। এক প্রান্ত আগলে রেখে ঝড়ো ব্যাটিংয়ে অপরাজিত সেঞ্চুরি করেন টিম রবিনসন। তিনি ৬৬ বলে ৬টি চার ও ৫ ছক্কায় করেন ১০৬ রান। এছাড়া ড্যারিল মিচেল ৩৪ ও বেভন জ্যাকবস করেন ২০ রান।আরো পড়ুন:স্টিডের জায়গায় ওয়াল্টারনিউ জিল্যান্ডের ঘোরোয়া ক্রিকেট থেকে অবসরে ওয়াগনার বল হাতে অস্ট্রেলিয়ার বেন ডারশুইস ৪ ওভারে ৪০ রান দিয়ে ২টি উইকেট নেন। জশ হ্যাজলউড ৪ ওভারে ২৩ রানে নেন ১টি উইকেট। রান তাড়ায় নেমে শুরু থেকেই আগ্রাসী ভঙ্গি দেখায় অতিথিরা।...