খাগড়াছড়িতে সহিংসতা বন্ধের পাশাপাশি পাহাড়ি জনগোষ্ঠীর স্বার্থ ও অস্তিত্ব রক্ষায় পার্বত্য শান্তিচুক্তির বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। একইসঙ্গে সহিংসতার ঘটনায় জাতিসংঘকে যুক্ত করে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানানো হয়েছে। বুধবার (১ অক্টোবর) এক বিবৃতিতে এসব দাবি জানিয়েছে সংগঠনটি। বিবৃতিতে বলা হয়, আদিবাসী কিশোরীকে দলবদ্ধভাবে ধর্ষণের জন্য দায়ী দুর্বৃত্তদের গ্রেফতার না করে বরং খাগড়াছড়ির নিরীহ ও নিরস্ত্র জুম্ম জনগোষ্ঠীর ওপর সশস্ত্র হামলা চালানো হয়েছে। হামলায় ৩ জন নিহত হয়েছেন, অন্তত ১৫ জন আহত হয়েছেন এবং ৬ জন নিখোঁজ রয়েছেন। এছাড়া বাড়িঘর ও দোকানপাটে অগ্নিসংযোগ করা হয়েছে। দুর্ভাগ্যজনক এমন ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাসহ সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের উসকানিমূলক বক্তব্য খাগড়াছড়িসহ গোটা পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে। বিবৃতিতে আরও বলা...