ইতোমধ্যে শুরু হয়ে গেছে নারীদের ওয়ানডে বিশ্বকাপের মেগা আসর। যেখানে আগামীকাল নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আর এদিন পাকিস্তানকে পরাজিত করে বিশ্বকাপের এবারের আসরে শুভ সূচনা করতে চায় নিগার সুলতানা জ্যোতিরা। কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশ নারী দলের অধিনায়ক কথা বলেছেন এই ম্যাচ প্রসঙ্গে। যেখানে তিনি জানিয়েছেন কালকের ম্যাচে দলের লক্ষ্যের কথা। পাকিস্তানকে হারিয়ে ভালো শুরু করারর পাশাপাশি গোটা টুর্নামেন্টে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে চান জ্যোতি। এর আগে ২০২২ বিশ্বকাপেও বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এবারে টুর্নামেন্ট নিয়ে জ্যোতি বলেন, ‘তখন থেকে অনেক কিছুই বদলে গেছে। এখন একটা নতুন দিন, নতুন সুযোগ। আমরা চাই পাকিস্তানের সঙ্গে ম্যাচ দিয়ে একটা ভালো শুরু হোক। কারণ এটা আমাদের প্রথম ম্যাচ, আর এটা যদি ভালো হয়, তাহলে...