০১ অক্টোবর ২০২৫, ০৯:১৭ পিএম | আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ০৯:১৭ পিএম চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা খাত দ্রুত বিকাশ লাভ করছে। সেপ্টেম্বর পর্যন্ত চীনে ৫ হাজার ৩০০টিরও বেশি এআই প্রতিষ্ঠান রয়েছে, যা বিশ্বব্যাপী মোট সংখ্যার প্রায় ১৫ শতাংশ। এ তথ্য জানিয়েছে চায়না একাডেমি অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। ২০২৪ সালে চীনের এআই শিল্পের পরিমাণ দাঁড়ায় ৯০০ বিলিয়ন ইউয়ানে, যা আগের বছরের তুলনায় ২৪ শতাংশ বেশি। খাতটি এখন একটি পূর্ণাঙ্গ শিল্পশৃঙ্খল গড়ে তুলেছে—যার মধ্যে রয়েছে অবকাঠামো, মডেল আর্কিটেকচার ও শিল্প-ভিত্তিক প্রয়োগ। ২০২৪ সালে এই তিন খাতের আয় যথাক্রমে ৫৪ শতাংশ, ১৮ শতাংশ ও ১৩ শতাংশ বেড়েছে। এআই-চালিত স্মার্টফোন, কম্পিউটার ও গাড়িকে কেন্দ্র করে স্মার্ট হার্ডওয়্যারের বাজারেও দ্রুত প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। ডিজিটাল অর্থনীতিকে স্মার্ট অর্থনীতি ও বুদ্ধিমান সমাজে রূপান্তরের অংশ হিসেবে চীন এ...