বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত শারদীয় দুর্গোৎসব উপলক্ষে যশোরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। বুধবার (১অক্টোবর) তিনি সদর উপজেলার লেবুতলা, ইছালি, ফতেপুর, নরেন্দ্রপুর, রামনগর, চাঁচড়া ও আরবপুর ইউনিয়নের মন্দিরে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘আমরা সবাই বাংলাদেশী। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সমান অধিকারভোগী। কাউকে দুর্বল ভাবার সুযোগ নেই। বিএনপি সর্বদা জনগণের পাশে আছে, এটা নিছক রাজনৈতিক বুলি নয়।’ তিনি আরও বলেন, ‘বিএনপির একজন কর্মী থাকা পর্যন্ত কেউ সনাতন ধর্মাবলম্বীদের আঘাত করার সাহস পাবে না। দুর্গোৎসব নির্বিঘ্ন ও আনন্দঘন পরিবেশে শেষ করতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন।’ শুভেচ্ছা বিনিময়ের সময় মন্দির কমিটির নেতারা অনিন্দ্য ইসলাম অমিতকে ফুল দিয়ে বরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা...