খ্যাতনামা আলোকচিত্রী ও ড্রিক (Drik)–এর ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের ‘মিডিয়া ফ্লোটিলা’ অভিযানে অংশগ্রহণ করেছেন। তিনি ইতালি থেকে ফ্লোটিলায় যোগ দিয়ে গাজার দিকে যাচ্ছেন ফ্লোটিলার অংশ হিসেবে তিনি ইসরায়েলের নীরবতা ভাঙার উদ্দেশ্যেই যাত্রা করছেন। শহিদুল আলম এক আবেগঘন ফেসবুক পোস্টে জানান, তিনি একটি টি-শার্টে শহীদ আবু সাঈদের ছবি আঁকা জামা পরে নৌকায় উঠেছেন। তিনি বলেন, আবু সাঈদ ১৬ জুলাই ২০২৪ সালে নিহত হন এবং সেই মৃত্যু তার কাছে একটি নতুন অধ্যায়ের সূত্রপাত করেছে; তাই তিনি গাজার জন্য মিডিয়ার উপস্থিতি নিশ্চিত করতে যাচ্ছেন। ফ্লোটিলাটি ‘গ্লোবাল সুমুদ/ফ্রিডম ফ্লোটিলা’ নামে পরিচিত; এতে আছেন ৪০টির বেশি বেসামরিক নৌকা ও প্রায় ৫০০ যাত্রী সংসদ সদস্য, আইনজীবী, কর্মীসহ আন্তর্জাতিক পরিচিত ব্যক্তিরাও রয়েছেন বলে জানানো হয়েছে। আয়োজকরা বলছেন, মিশনটি গাজার উপর চলমান নৃশংসতা ও তথ্য–মুক্ত...