দেশের শেয়ারবাজারে দীর্ঘদিন ধরে বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীর সংখ্যা কমছিল। তবে সেপ্টেম্বরে এসে সেই প্রবণতায় কিছুটা পরিবর্তন দেখা দিয়েছে। সদ্য সমাপ্ত মাসে বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব বেড়েছে ৪০টি। একই সময়ে স্থানীয় বিনিয়োগকারীর সংখ্যাও বেড়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও সিডিবিএল সূত্রে জানা যায়, ৩১ আগস্ট পর্যন্ত বিদেশি ও প্রবাসীদের নামে সক্রিয় বিও হিসাব ছিল ৪৩ হাজার ৭৬১টি। সেপ্টেম্বরে এসে তা দাঁড়ায় ৪৩ হাজার ৮০১টিতে। যদিও এখনো ২০২৩ সালের তুলনায় তাদের উপস্থিতি অনেক কম। গত বছরের অক্টোবরে এই সংখ্যা ছিল ৫৫ হাজার ৫১২টি। অর্থাৎ এক বছরের ব্যবধানে কমেছে ১১ হাজার ৭১১টি বিও হিসাব। এদিকে শুধু বিদেশি নয়, দেশি বিনিয়োগকারীরাও সেপ্টেম্বরে শেয়ারবাজারে কিছুটা সক্রিয় হয়েছেন। আগস্টে দেশি বিনিয়োগকারীর নামে বিও হিসাব ছিল ১৫ লাখ ৮৪ হাজার...