সাবেক এমপি নয়ন জুলাই আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি। জুলাই অভ্যুত্থানের পর নয়নসহ পরিবারের সদস্যরা পালিয়ে যায়। সম্প্রতি তিনি ভারতে অবস্থান করছেন– এমন একটি ছবি প্রকাশ পেয়েছে। নুর উদ্দিন চৌধুরী নয়নের বাড়িটি পরিত্যক্ত ছিল। গত কয়েকদিন ধরে গোপনে বাড়ির ভেতরে সংস্কার করা হচ্ছে। বিষয়টি ছাত্র-জনতার নজরে আসার পর তারা পুনরায় বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করে। ছাত্র–জনতার অভিযোগ, জুলাই আন্দোলনে লক্ষ্মীপুরে চারজন ছাত্র-জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে। সে মামলায় অন্যতম আসামি নুর উদ্দিন চৌধুরী নয়ন। অথচ গোপনে কে বা কারা তার বাড়িটি সংস্কার করছেন। সংস্কার কার্যক্রমের নিন্দা জানিয়ে ছাত্র–জনতা জানায়, সাবেক এমপি নয়নের বাড়ি সংস্কারের কোনো সুযোগ নেই। এর আগে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ৫ আগস্ট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়নের বাড়িতে ভাঙচুর ও...