নাটোরের লালপুরে নরমাল ডেলিভারির মাধ্যমে রেশমা বেগম (২৩) নামে এক গৃহবধূ একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিয়েছেন। যার মধ্যে তিনজন ছেলে ও দুজন কন্যা। তবে জন্মের কয়েক ঘণ্টা পর এক ছেলে ও এক কন্যা সন্তানের মৃত্যু হয়। বর্তমানে ২ ছেলে ও ১ কন্যা সন্তান হাসপাতালে সুস্থ রয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শিশুদের জন্ম হয়। উপজেলার সাইপাড়া পশ্চিমপাড়া গ্রামে শহিদুল ইসলামের ছেলে দিনমজুর আসিব হোসেন সবুজের স্ত্রী রেশমা খাতুনের (২৩) ওই পাঁচ শিশুর জন্ম দেন। পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গৃহবধূ রেশমা বেগমের প্রসব বেদনা অনুভব করলে চিকিৎসকদের তত্ত্বাবধানে নরমাল ডেলিভারির মাধ্যমে এক সঙ্গে পাঁচ সন্তানের জন্ম দেন। সন্তানদের মধ্যে তিন ছেলে ও দুইজন কন্যা সন্তান। জন্মের কিছুক্ষণ পর নবজাতকদের শারীরিক...