টালিউড পরিচালক সৃজিত মুখোপাধ্যায় সম্প্রতি সামাজিক মাধ্যমে কয়েকটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে এক সুন্দরীকে। এটি দেখে নেটিজেনদের ধারণা—আবার বুঝি সৃজিত প্রেমে পড়েছেন। শেয়ার করা সেই ছবিতে দেখা যায়, পূজামণ্ডপে বেশ মিষ্টি হাসিতে ধরা দিয়েছেন সৃজিতের সঙ্গে সেই সুন্দরী অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। ম্যাচিং করা পাঞ্জাবি আর শাড়িতে বেশ মানিয়েছে তাদের। সোমবার (২৯ সেপ্টেম্বর) মহাসপ্তমীর শুভেচ্ছা জানাতে গিয়ে সেই সুস্মিতার সঙ্গেই ছবি শেয়ার করে নিলেন সৃজিত মুখোপাধ্যায়। আর দুজনে রীতিমতো চমকে দিয়েছেন পূজার সাজে। কোনো এক বাড়ির পূজায় তোলা হয়েছে সেই ছবিটি। সৃজিতের গায়ে নীল রঙের পাঞ্জাবি। আর সুস্মিতাও পরেছেন নীল রঙের শাড়ি। শারদীয় দুর্গোৎসবের রঙিন আমেজের মধ্যেই নেটিজেনদের কৌতূহল চরমে পৌঁছেছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিচালক সৃজিত ও অভিনেত্রী সুস্মিতার সম্ভাব্য প্রেমের সম্পর্ক। আর এ গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছেন সৃজিত...