আইসিসির সাপ্তাহিক টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাংকিংয়ে বড় চমক দেখা গেছে। ভারতের হার্দিক পান্ডিয়াকে পেছনে ফেলে শীর্ষে উঠে গেছেন পাকিস্তানের সাইম আইয়ুব। সাইম চার ধাপ এগিয়ে ২৪১ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে উঠে আসেন। অন্যদিকে, ২৩৩ রেটিং পয়েন্ট নিয়ে এক ধাপ নেমে দ্বিতীয় স্থানে থাকলেন হার্দিক। এশিয়া কাপ ২০২৫-এ ব্যাটিংয়ে হতাশাজনক পারফরম্যান্স করলেও (৭ ইনিংসে মাত্র ৩৭ রান, চারটি শূন্য) বোলিংয়ে সাইম ছিলেন অসাধারণ। সাত ম্যাচে তিনি ৮ উইকেট নিয়েছেন, গড় ১৬ এবং ইকোনমি মাত্র ৬.৪০। অন্যদিকে, ভারতের ব্যাটিং লাইনআপে হার্দিকের খুব বেশি প্রয়োজন হয়নি। বল হাতে ছয় ম্যাচে তিনি মাত্র চার উইকেট নিয়েছেন এবং চোটের কারণে ফাইনালেও খেলতে পারেননি। বাংলাদেশ ক্রিকেটের টি-টোয়েন্টি ইতিহাসে নতুন এক মাইলফলকে পৌঁছেছেন… যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডের (ইউএসএসির) ওপর নিষেধাজ্ঞা দিয়েছে… মাত্র ১৩ বছর বয়সেই আইপিএলে দল পেয়ে...