রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে নৌকাডুবে দুই শিশুসহ তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার ( ৩০ সেপ্টেম্বর) রাতে হ্রদের লংগদু উপজেলার গুলশাখালী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- শিরিনা বেগম (৪০), রানা (৭) ও মাসুম (৫)। স্থানীয় স্কুলশিক্ষক সোহেল কবির জানান, সন্ধ্যায় মাইনীমুখ এলাকা থেকে পাঁচজন একটি ছোট নৌকা নিয়ে গুলশাখালী এলাকায় আত্মীয়ের বাড়ি বেড়াতে যায়। সেখান থেকে ফেরার পথে হ্রদে আকস্মিক ঝড়ে নৌকা ডুবে যায়। নৌকায় একজন পুরুষ, দুজন নারী ও দুজন শিশু ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক নারীকে আমরা উদ্ধার করি এবং রানা (৭) নামে এক শিশুকে কচুরিপানা থেকে মৃত অবস্থায় পাই। ওই নৌকায় থাকা শিরিনা বেগম (৪০) ও তার ছেলে মাসুমকে (৫) রাতে খুঁজে পাওয়া যায়নি। সকালে শিরিনা বেগমের মরদেহ এবং দুপুরে শিশু মাসুমের মৃতদেহ উদ্ধার করে...