পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় শিক্ষাগত যোগ্যতায় ভুয়া কাগজ ব্যবহার করে ছেলেকে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি বানিয়ে শিক্ষক কর্মচারী নিয়োগে অনিয়ম, এমপিও জালিয়াতির অভিযোগ উঠেছে ভাউলাগঞ্জ দারুসসালাম নেসারিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আজিবুর রহমানের বিরুদ্ধে। এছাড়া নিয়োগে পূর্বের তারিখ দেখিয়ে এনটিআরসি নিবন্ধন ছাড়া ১০ জন শিক্ষক ও নানা অনিয়ম করে ৫ জন কর্মচারী নিয়োগের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে ৪ সেপ্টেম্বর জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন মামুন মো. মাসুম বিল্লাহ নামে এক ব্যক্তি। অভিযোগ থেকে জানা যায়, পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ দারুসসালাম নেসারিয়া আলিম মাদ্রাসায় গত জুলাই মাসে গণঅভ্যুত্থানের পর পূর্বের তারিখ দেখিয়ে এনটিআরসি নিবন্ধন ছাড়া বিভিন্ন পদে প্রায় ১০ জন শিক্ষক নিয়োগ দিয়েছেন মাদরাসার অধ্যক্ষ আজিবুর রহমান (বাবা) ও প্রতিষ্ঠানটির সভাপতি মাহমুদ হাসান মাসুদ (ছেলে)। এছাড়া...