আইসিসির প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন একাধিক বাংলাদেশী ক্রিকেটার। বড় উন্নতি হয়েছে এশিয়া কাপে আলো ছড়ানো ওপেনার সাইফ হাসানের। এগিয়েছেন তাসকিন আহমেদ, রিশাদ হোসেনরাও। ব্যাটারদের মধ্যে বড় লাফে বাংলাদেশের সেরা অবস্থানে চলে এসেছেন ওপেনার সাইফ হাসান। ৪৫ ধাপ এগিয়ে ৩৬ নম্বরে অবস্থান করছেন সাইফ। তবে পিছিয়ে গেছেন লিটন, তানজিদ, জাকের, হৃদয়রা। তিন ধাপ পিছিয়ে ৪৩ নম্বরে নেমে গেছেন লিটন দাস, ৪ ধাপ পিছিয়ে ৪৫ নম্বরের নেমে গেছেন তানজিদ হাসান তামিম এবং ৫ ধাপ পিছিয়ে তাওহীদ হৃদয় আছেন ৪৬ তম স্থানে, ৭ ধাপ পিছিয়ে ৬৩ নম্বরে আছেন জাকের আলী অনিক। এশিয়া কাপের দলে না থাকলেও একধাপ এগিয়ে ৯১ তম স্থানে উঠে এসেছেন নাজমুল হাসান শান্ত। বোলারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে ১১ নম্বরে নেমে গেছেন মুস্তাফিজ। ১৭ নম্বরেই রয়ে গেছেন শেখ মেহেদী।...