০১ অক্টোবর ২০২৫, ০৯:১৪ পিএম | আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ০৯:১৪ পিএম খাগড়াছড়ি জেলা সদরে ধর্ষণের অভিযোগ ওঠা ৮ম শ্রেণির মারমা স্কুল শিক্ষার্থীর শারীরিক পরীক্ষার পর ওই কিশোরীকে ধর্ষণের আলামত পাওয়া যায়নি বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে খাগড়াছড়ির সিভিল সার্জন ডাক্তার ছাবের আহম্মেদের কাছে সাবমিট করা প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। চিকিৎসকদের সূত্রে জানা যায়, সিভিল সার্জনের কাছে জমা দেওয়া ওই প্রতিবেদনে ধর্ষণের পরীক্ষার ১০টি সূচকের সব কটিতে স্বাভাবিক লেখা রয়েছে। অর্থাৎ ধর্ষণের কোনো আলামত নেই। উল্লেখ্য, ধর্ষণের আলামত পরীক্ষায় তিন চিকিৎসক দলের নেতৃত্ব দেন খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ও স্ত্রীরোগবিশেষজ্ঞ জয়া চাকমা। অন্য দু'জন হচ্ছেন হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা মোশারফ হোসেন ও নাহিদা আকতার। ডাক্তার জয়া চাকমা জানান, প্রতিবেদনটি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জমা...