০১ অক্টোবর ২০২৫, ০৯:৫৭ পিএম | আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ০৯:৫৭ পিএম নবগঠিত গাজীপুর-৬ আসনে রাজনৈতিক উত্তাপ নতুন রূপ ধারণ করেছে। বুধবার সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকারের সহধর্মিণী সুলতানা রাজিয়া সরকারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিলে সরাসরি উপস্থিত ছিলেন বিএনপির আরো ২ সম্ভাব্য প্রার্থী–মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু ও জেলা ও মহানগর যুবদলের সাবেক সভাপতি, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন। অনিবার্য কারণে অন্য প্রভাবশালী সম্ভাব্য প্রার্থী সালাহ উদ্দিন সরকার উপস্থিত ছিলেন না; তবে তাঁর ছেলে ও ভাতিজা অনুষ্ঠানে দোয়ার মাধ্যমে অংশগ্রহণ করেন। টঙ্গীর বিখ্যাত রাজনৈতিক পরিবারে জন্ম নেওয়া এই চার প্রার্থীকে একই পরিবারের হিসেবে গণ্য করা হয়। প্রভাষক বসির উদ্দিন হাসান উদ্দিন সরকারের ফুফাতো ভাই, আর বাকি দুই প্রার্থী চাচাতো ভাই। এ...