ময়মনসিংহের হালুয়াঘাটে গারো স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছে। এ ঘটনায় প্রধান আসামি ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার ধারা আশ্রমপাড়া এলাকা থেকে প্রধান অভিযুক্ত আবুল বাশারকে (২৫) গ্রেফতার করা হয়। এর আগে মঙ্গলবার রাত ১০টার দিকে জুগলি ইউনিয়নের নয়াপাগা গ্রাম থেকে তার সহযোগী মিলন মিয়াকে (২১) গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার আবুল বাশার ও মিলন উপজেলার জুগলি ইউনিয়নের নয়াপাগা গ্রামের বাসিন্দা; পেশায় অটোরিকশাচালক। গতকাল রাতে আবুল বাশার ও মিলনের বিরুদ্ধে হালুয়াঘাট থানায় মামলা করেন ওই ছাত্রীর মা। পুলিশ, ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, ওই কিশোরী (১৫) নবম শ্রেণিতে পড়ে। গত সোমবার দুপুরে মিলন মিয়ার সঙ্গে সে একটি পার্কে ঘুরতে যায়। বিকালে সেখান থেকে বাড়ি পৌঁছে দিতে কিশোরীকে বাশারের অটোরিকশায় তুলে দেয়...