বহুদিন ধরে ভাবছি, রাশিচক্র নিয়ে স্বল্প পরিসরে কিছু একটা লিখব। কিন্তু এটি সম্পর্কে অতটা স্বচ্ছ জ্ঞান না থাকায় ফার্মগেটস্থ ফার্মভিউ সুপার মার্কেটের জ্যোতিষীকে জেড আই এর শরণাপন্ন হই। শুধু তাই নয়, এ ব্যাপারে চৈতী জুয়েলার্সের স্বত্বাধিকারী এ সম্পর্কে অভিজ্ঞ রতন কুমার পাইকের দিকনির্দেশনা নেই এবং তাদের সাথে বিভিন্ন আঙ্গিকে আলাপ-আলোচনা করি। তা ছাড়া এ ব্যাপারে ‘কিরো’ এর বই সহ আরও কিছু বইও জোগার করে স্ট্রাডি করি। অবশ্য আমাদের মুসলিম সমাজে এই জ্যোতিষ শাস্ত্রকে খুব একটা ভালো চোখে দেখে না। কারণ এর সাথে ধর্মীয় নীতি বিরোধী ভাগ্য গণনা জড়িত। মজার ব্যাপার হলো যে, এই জ্যোতিষ শাস্ত্রের উদ্ভব অতি প্রাচীনকালে অর্থাৎ যীশু খৃষ্টের জন্মের অনেক আগে কালাডীয় সভ্যতার প্রাক্কালে। প্রাচীনকালে জ্যোতিষশাস্ত্র ও জ্যোতির্বিজ্ঞান অভিন্ন বলে বিবেচিত হতো। পাশ্চাত্য সপ্তদশ শতকীয় দর্শনে বিজ্ঞানীদের...