ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে বসেছে নারী ওয়ানডে বিশ্বকাপের মহারণ। গত ৩০ সেপ্টেম্বর বিশ্বকাপের পর্দা ওঠলেও বাংলাদেশ মাঠে নামছে বৃহস্পতিবার (২ অক্টোবর)। বৈশ্বিক এই লড়াইয়ে বাংলাদেশের প্রথম চ্যালেঞ্জ পাকিস্তান। শ্রীলঙ্কার কলম্বোতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। সরাসরি দেখা যাবে টি-স্পোর্টস ও স্টার স্পোর্টসে। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ ও পাকিস্তান, দুই দলের অবস্থানই অনেকটা কাছাকাছি। দুই দলই বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাছাইপর্ব খেলে। যেখানে বাংলাদেশ ছিল গ্রুপে রানার্সআপ আর পাকিস্তান গ্রুপ চ্যাম্পিয়ন। বাংলাদেশ ও পাকিস্তানের মুখোমুখি পরিসংখ্যানেও দুই দলের অবস্থান কাছাকাছি। এখন পর্যন্ত মোট ১৬ ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে বাংলাদেশের জয় ৭টি ম্যাচে। পাকিস্তান জিতেছে ৮টি ম্যাচ আর বাকি একটি ম্যাচ টাই হয়েছে। দুই দলের সর্বশেষ দেখায় অবশ্য জয়টা পাকিস্তানেরই। বিশ্বকাপের বাছাইপর্বে ঘরের মাঠে বাংলাদেশকে ৭ উইকেটে...