বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালনা পরিষদ থেকে পদত্যাগ করেছেন আরও চারজন সদস্য। তারা হলেন, আজাদ আবুল কালাম, সামিনা লুৎফা নিত্রা, লায়েকা বশীর এবং র্যাচেল প্যারিস। বুধবার (১ অক্টোবর) বিকালে শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদের কাছে তারা পদত্যাগপত্র জমা দেন। এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে অভিনয়শিল্পী আজাদ আবুল কালাম বলেন, ‘অকার্যকর পরিষদের সদস্য হয়ে থাকার কোনও মানে হয় না। মনে হয়েছে, আমাদের খামোখা রাখা হয়েছে। নিয়মানুযায়ী প্রতি ৩ মাসে পরিষদের সভা হওয়ার কথা, সেটি হয়নি। শেষ সভা হওয়া ৯মাস অতিবাহিত হয়েছে।’ তিনি আরও বলেন, ‘নিয়ম হলো, শিল্পকলা যদি কোনও উদ্যোগ নেয় সেটাও পরিষদের অনুমতিক্রমে হতে হবে। এরকম কিছু আমাদের নজরে আসেনি। সেক্ষেত্রে বেআইনিভাবে শিল্পকলা কিছু করলে তার কর্মকাণ্ডের দায়ভার আমাদের ওপরে বর্তাবে, অথচ আমাদের কিছু জানানো হয় না।’ উল্লেখ্য, বিগত...