খাগড়াছড়ি:সব কিছু স্বাভাবিক হলেই ১৪৪ ধারা তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। বুধবার(১ অক্টোবর) সন্ধ্যায় জেলা সদরের স্বনির্ভরে সহিংসতায় ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি বলেন, খাগড়াছড়ি জেলার সাম্প্রতিক ঘটনা তদন্তে গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটির কাজ শুরু হয়ে গেছে। এখন তথ্য সংগ্রহ চলছে। আগামী রোববার (৫ অক্টোবর) থেকে সরজমিন কাজ শুরু করা হবে। তিনি জানান, সব কিছু স্বাভাবিক হলে আইন শৃঙ্খলাবাহিনীর মতামতের ভিত্তিতে ১৪৪ ধারা তুলে নেওয়ার বিষয়ে ঘোষণা করা হবে। একই সঙ্গে খাগড়াছড়ি ও গুইমারায় সাম্প্রতিক ঘটনায় ক্ষয়ক্ষতি নিরূপণ ও ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজও চলমান রয়েছে। পরে বিশেষ বরাদ্দের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে।...