গোপালগঞ্জের কাশিয়ানীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। আজ (বুধবার) সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তিনি কাশিয়ানী উপজেলার মহেশপুর, শিবগাতী, নোয়াপাড়া, মাহমুদপুর, জিকা বাড়ি, ভাদুলিয়া ও ভাটিয়াপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরসহ একাধিক পূজা মণ্ডপে পূজার আয়োজন ঘুরে দেখেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির সামাজিক ও সাংস্কৃতিক উৎসবও। এ উৎসব শান্তি, সম্প্রীতি আর ভ্রাতৃত্বের বার্তা বহন করে। এখানে হিন্দু-মুসলিমসহ সব সম্প্রদায়ের মানুষ মিলেমিশে আনন্দ ভাগাভাগি করেছে। আমি বিশ্বাস করি, শারদীয় দুর্গাপূজার আনন্দ হিন্দু-মুসলিম সবাই একসাথে ভাগাভাগি করবে। বিএনপি সবসময় সম্প্রীতি ও ভ্রাতৃত্বের রাজনীতিতে বিশ্বাস করে।” তিনি আরও বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনীত প্রার্থীকে ধানের শীষ প্রতীকে...