ঘটনা ২০২০ সাল। বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কাঠগড়ায় দাঁড়ান অভিনেত্রী রিয়া চক্রবর্তী। একাধিক অভিযোগ উঠে তার বিরুদ্ধে। আত্মহত্যায় প্ররোচনা থেকে টাকা নয়ছয়ের অভিযোগ ছিল অভিনেত্রীর বিরুদ্ধে। তবে রিয়া গ্রেফতার হয়েছিলেন মাদকের অভিযোগে। এক মাস সংশোধনাগারে থেকে জামিন পেয়েছিলেন তিনি। কিন্তু সেই জামিনের ওপরে ছিল নানান শর্ত। এর মধ্যে হচ্ছে— বিদেশে ভ্রমণের জন্য বিশেষ আদালতের থেকে আগে থেকেই অনুমতি নিতে হবে। এ ছাড়া এনসিবির (নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো) কাছে জমা রাখতে হবে পাসপোর্ট। অবশেষে মুম্বাই আদালত জানিয়েছেন, আগামী সাত দিনের মধ্যে তাকে ফিরিয়ে দিতে হবে পাসপোর্ট। সম্প্রতি সেই শর্তগুলোই তুলে নিলেন মুম্বাই হাইকোর্টের বিচারপতি নীলা কে গোখলে। কয়েক মাস আগে রিয়ার আইনজীবী আয়াজ খান মুম্বাই আদালতের কাছে এ শর্তগুলো তুলে নেওয়ার আবেদন জানিয়েছিলেন। তার দাবি ছিল—গত চার বছর ধরে...