বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম ইসরায়েল-হামাস সংঘাতপূর্ণ গাজার পথে যাত্রা শুরু করেছেন। অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই যাত্রায় তার হাতে বাংলাদেশের পতাকা দেখা গেছে এবং তার পরিহিত পাঞ্জাবিতে ছিল আবু সাঈদের প্রতিচ্ছবি। বুধবার (১ অক্টোবর) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে একাধিক পোস্টে তিনি নিজেই এসব কথা জানিয়েছেন। এদিন সন্ধ্যায় দেওয়া তার এক পোস্টে লেখা ছিল, ‘On lower deck of Conscience’ (অর্থাৎ: ‘কনসায়েন্স’এর নিচের ডেকে)। এ পোস্টের সঙ্গে মাঝসমুদ্রে বাংলাদেশের পতাকা হাতে নিজের একটি ছবিও জুড়ে দেন। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা যায়, মানবিক সহায়তা নিয়ে ভূমধ্যসাগর থেকে গাজার পথে রওনা হয়েছে আন্তর্জাতিক নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’। এই নৌবহরে ৪০টিরও বেশি বেসামরিক নৌকা ও জাহাজ রয়েছে। এসব নৌযানে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৫০০ জন নাগরিক রয়েছে। তাদের মধ্যে সংসদ সদস্য,...