০১ অক্টোবর ২০২৫, ০৮:২০ পিএম | আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ০৮:২০ পিএম উখিয়া উপজেলার উত্তর-পশ্চিম সীমান্তে প্রায় ৩৫ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত নয়নাভিরাম ইনানী সমুদ্র সৈকত। এটি শুধু সমুদ্রপ্রেমী নয়, বরং মনের খোরাক জোগানো, একঘেয়েমি ঘোচানো ও সৃষ্টিশীল ভ্রমণপিপাসুদের জন্য এক অনন্য অবকাশ যাপনের স্থান। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে পাহাড়, বনানী, টিলা, বিস্তীর্ণ মাঠ আর বিশাল জলরাশি মিলিয়ে সৈকতটি যেন পর্যটকদের কাছে হয়ে উঠেছে তীর্থভূমি। কক্সবাজার শহর থেকে ২৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এ সৈকতের পূর্ব পাশে রয়েছে সবুজ পাহাড়, বন-বনানী, টিলা ও মাঠ আর পশ্চিমে অনন্ত ঢেউ খেলানো বঙ্গোপসাগরের বিশাল জলরাশি। মাঝখানে কক্সবাজারের কলাতলী পয়েন্ট থেকে টেকনাফের জিরো পয়েন্ট পর্যন্ত ১২০ কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভ সড়ক, যা সদর, রামু, উখিয়া ও টেকনাফকে এক বিনিসুতোয় গেঁথেছে। হিমছড়ি পর্যটন কেন্দ্র থেকে ১৭ কিলোমিটার...