গাজা উপত্যকায় চলমান নৃশংসতার বিষয়ে ইসরায়েলি গণমাধ্যমের নীরবতা ভাঙতে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের উদ্যোগে পরিচালিত ‘মিডিয়া ফ্লোটিলা’ অভিযানে অংশ নিতে নিয়েছেন দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহিদুল আলম।ইতালি থেকে এই ফ্লোটিলায় অংশ নিয়ে ইসরায়েলের দিকে যাচ্ছেন। ইসরায়েল থেকে এখন খুব অল্প দূরেই রয়েছে এই ফ্লোটিলা। এক ফেসবুক পোস্টে শহিদুল আলম আবেগঘন পোস্ট দিয়েছেন।জুলাইয়ের প্রথম শহীদ আবু সাঈদের ছবিসংবলিত টি-শার্ট পরা ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আজ আমার বড় ভাইয়ের জন্মদিন। তিনি একজন বিদ্রোহী ছিলেন, সমাজের প্রত্যাশা পূরণ না করে আত্মহত্যা করেছিলেন। তার মৃত্যু আমার জন্য নতুন নতুন দরজা খুলে দিয়েছে।’শহিদুল আলম বলেন, ‘আমি আমার বুকে আবু সাঈদের ছবি আঁকা জামা পরেছি, যে সশস্ত্র পুলিশের সামনে উন্মুক্ত বুকে দাঁড়িয়েছিল।তাকে ১৬ জুলাই ২০২৪ সালে হত্যা করা হয়েছিল, শেখ হাসিনার পতনের আন্দোলনে এই প্রাণ...