রাশিয়ার সোচিতে ‘ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড’-এর এবারের আসরে স্বর্ণপদকসহ একাধিক পদক জিতেছে বাংলাদেশের শিক্ষার্থীরা। ছয়জন প্রতিযোগীর মধ্যে পাঁচজন প্রতিযোগী বিভিন্ন পদকে ভূষিত হয়েছেন। সেপ্টেম্বরের ২০ থেকে ২৭ তারিখে রাশিয়ার সোচি শহরে অনুষ্ঠিত হয়েছে ৪র্থ ওপেন ওয়াল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড। অলিম্পিয়াডের এ চতুর্থ আসরে সশরীর ও অনলাইন মিলিয়ে ২০টি দেশের ৯০ জন প্রতিযোগীর অংশগ্রহণ করেছিলেন বলে উল্লেখ করেছেন বাংলাদেশ অ্যাস্টোনমিক্যাল এসোসিয়েশনের চেয়ারম্যান মশহুরুল আমিন। মঙ্গলবার এবারের আসরে বাংলাদেশের অর্জনের বিষয়টি নিয়ে কথা বলেছেন তিনি। এর আয়োজক হিসেবে ছিল রাশিয়ার শিক্ষা মন্ত্রণালয় ও সিরিয়াস এডুকেশন সেন্টার। এ আসরে স্বর্ণপদক জিতেছেন যশোরের পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মো. মখদুম আমিন ফাহিম। ঢাকার হিড ইন্টারন্যাশনাল স্কুলের এ লেভেল শিক্ষার্থী সপ্তর্ষি রহমান ও আদমজী ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মো. রাদিত রাইয়ান জিতেছেন রৌপ্য...