ফেনী:ফ্যাসিবাদের বিদায় প্রাথমিক বিজয়, এখন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেছেন, গত ১৫ বছর ফ্যাসিবাদীদের অন্যায়-অপকর্ম-লুটপাটের বিরুদ্ধে দাঁড়িয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন-সংগ্রাম করে আসছি।আমাদের আন্দোলন-সংগ্রামে একটা সরকারের পতন ঘটেছে। তাদের অনেক লোক দেশ ছেড়ে পালিয়ে গেছে। এটা প্রাথমিক বিজয়। প্রজাতন্ত্রে জনগণের মালিকানার একমাত্র উপায়, দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। বুধবার (১ অক্টোবর) বিকেলে ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নে বিএনপির জেলা ও সংসদীয় আসনভিত্তিক প্রাথমিক সদস্য সংগ্রহ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মিন্টু এসব কথা বলেন। রাজাপুর বাজারে অনুষ্ঠিত নবায়ন কার্যক্রমে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সভাপতিত্ব করেন। মিন্টু বলেন, উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল...