রাজধানীর উপকণ্ঠ সাভার ও আশুলিয়া। ধলেশ্বরী ও বংশী নদীর তীরে গড়ে ওঠা এক অসাধারণ জনপদ। এই অঞ্চল ভৌগোলিকভাবে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি এর প্রাকৃতিক সৌন্দর্যও মনোমুগ্ধকর। একই সাথে এটি দেশের অন্যতম প্রধান শিল্পাঞ্চল। এখানে গড়ে উঠেছে পোশাক কারখানা থেকে শুরু করে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান। এ কারণে রাজনৈতিকভাবেও এটি বেশ গুরুত্বপূর্ণ এলাকা। এই সাভার ও আশুলিয়া নিয়েই জাতীয় সংসদের আসন ঢাকা-১৯। গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর এই আসনের রাজনৈতিক চিত্র সম্পূর্ণ বদলে গেছে। বিএনপি-জামায়াতের দলীয় কার্যালয়গুলো এখন প্রাণচাঞ্চল্যে ভরা। সামনেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সম্ভাব্য প্রার্থীরা সভা-সমাবেশ, মিছিল, উঠান বৈঠক ও পথসভার মাধ্যমে নিজেদের জনভিত্তি যাচাইয়ে ব্যস্ত। এরই মধ্যে বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে নির্বাচনের প্রার্থী বাছাই। দেশের অন্য আসনের মতো এখানেও একাধিক প্রার্থী। শিল্পাঞ্চল অধ্যুষিত এই আসনে বিএনপির মনোনয়ন...