শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন ঘিরে রাজধানীতে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, ইতোমধ্যে সব বিসর্জনস্থলে বাড়তি পুলিশ সদস্য ও গোয়েন্দা সংস্থার লোকজন মোতায়েন করা হয়েছে। বুধবার (১ অক্টোবর) বিকেলে বনানী পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। ডিএমপি কমিশনার জানান, রাজধানীতে ২৫৪টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। আজ মহানবমী, আর আগামীকাল হবে বিসর্জন। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রায় এক মাস আগে থেকেই পূজা উপলক্ষে নিরাপত্তা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর ও ডিএমপি সদর দপ্তরের সঙ্গে বৈঠক করে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে উৎসব শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। তিনি বলেন, “যেখানে বিসর্জন হবে সেখানে কড়া নিরাপত্তাব্যবস্থা রয়েছে। পর্যাপ্ত...