সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিদিনই নতুন নতুন সৌন্দর্যচর্চার ধারা ভাইরাল হয়। সম্প্রতি জনপ্রিয় হয়েছে এক অভিনব পদ্ধতি বরফজল ফেইশল। প্রথমে শুনতে ভয়ানক ঠাণ্ডা মনে হলেও অনেকেই দাবি করছেন, এই পদ্ধতি নাকি মুহূর্তেই ত্বকে এনে দেয় উজ্জ্বলতা ও প্রশান্তি। এমনকি অনেক তারকাদেরও এই ফেইশল করতে দেখা গেছে। তবে আসলেই কি বরফজল ফেইশল উপকারী? পদ্ধতিটি খুবই সহজ। একটি পরিষ্কার বাটিতে ঠাণ্ডা পানি এবং কয়েকটি বরফকুচি দিতে হবে। যুক্তরাষ্ট্র-ভিত্তিক চর্মরোগ বিশেষজ্ঞ ডা. নোয়া গ্র্যাচ রিয়েলসিম্পল ডটকম-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলেন, "পানি অবশ্যই ঠাণ্ডা হতে হবে। তবে এতটা ঠাণ্ডা নয় যাতে তা অস্বস্তিকর লাগে।” এরপর মুখ সেই পানিতে ১০ থেকে ১৫ সেকেন্ডের জন্য ডুবিয়ে রাখতে হবে। এভাবে মোট এক থেকে দুই মিনিট পর্যন্ত প্রক্রিয়াটি করা যায়। প্রক্রিয়া শেষে মুখ আলতো করে পাতলা কাপড় দিয়ে মুছে...