চট্টগ্রামের পটিয়ায় রিকশা ছিনতাইয়ের সময় বাঁধা দিতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক রিকশা চালক গুরুতর আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পটিয়া পৌর সদরের সুচক্রদন্ডী এলাকায় এ ঘটনা ঘটে। আহত রিকশা চালকের নাম সাখাওয়াত হোসেন (২০)। তিনি চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি এলাকার কালু মিয়ার পুত্র। আহতের ভাই মোহাম্মদ আলমগীর জানান, সাখাওয়াত তাকে ফোন করে জানায় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করেছে। পরে সে অজ্ঞান হয়ে যাওয়ায় কোন জায়গায় তাকে ছুরিকাঘাত করা হয়েছে তা জানা যায়নি। পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাবরিনা রাব্বি বলেন, "আহতের অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।" পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমার কাছ থেকে এ বিষয়ে জানতে...