বর্তমান সময়ে ঘরে বসে আয়ের সুযোগ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। বিনিয়োগ ছাড়াই শখের কাজকে আয়ের উৎসে রূপান্তর করে মাসে লাখ টাকা পর্যন্ত উপার্জনের সুযোগ রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যেসব কাজ মানুষ উপভোগ করে করেন, সেগুলো থেকেই টেকসই আয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ফ্রিল্যান্সিং, অনলাইন প্ল্যাটফর্ম ও সৃজনশীল কাজের বাজার দ্রুত বিস্তৃত হচ্ছে। এর মধ্যে ফটোগ্রাফি, সৃজনশীল লেখা এবং গান ঘরে বসে আয়ের তিনটি বড় মাধ্যম হয়ে উঠছে। ফটোগ্রাফি থেকে আয়ফটোগ্রাফি এখন কেবল শখ নয়, একটি পূর্ণাঙ্গ পেশা। বিভিন্ন দর্শনীয় স্থান, প্রকৃতি বা দৈনন্দিন জীবনের ছবি তুলে শাটারস্টক, অ্যাডোব স্টক বা গেটি ইমেজে বিক্রি করে আয় করা যায়। এছাড়া বিয়ে, জন্মদিন, করপোরেট ইভেন্টসহ নানা অনুষ্ঠানে ফ্রিল্যান্স ফটোগ্রাফার হিসেবেও কাজ করা সম্ভব। তবে নেটওয়ার্কিং ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় উপস্থিতি...