চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা বলেছেন, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে সকল গোত্রের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে। আমাদের নিজেদের আগে সংস্কার হতে হবে, তাহলেই দেশ সংস্কার সম্ভব। আমি বা ডামিনই; জনগণের প্রত্যক্ষ ভোটেই বিএনপি ক্ষমতায় আসবে। বুধবার বিকেল থেকে তিনি মতলব দক্ষিণ উপজেলার নারায়পুর বাজার পূজা মণ্ডপ, নায়েরগাঁও সুনীল দসের বাড়ি পূজা মণ্ডপ, মতলব বাজার শ্রী শ্রী জগন্নাথ মন্দির, মেহরন পূজা মণ্ডপসহ বিভিন্ন পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় ও পথসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে উপরোক্ত কথাগুলো বলেন। তানভীর হুদা বলেন, শারদীয় দুর্গোৎসব কেবল সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি সার্বজনীন মিলনমেলা। এখানে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের জয়গান গাওয়া হয়। বাংলাদেশে সকল ধর্মের...