প্রতিটি পরিবারের নারী সদস্যদের স্তন ক্যানসার থেকে বাঁচাতে সবাইকে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন। বুধবার (১ অক্টোবর) স্তন ক্যানসার সচেতনতা মাস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে শাহাদাত এ আহ্বান জানান। সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর থেকে জিইসি মোড়ের বিএমএ ভবন পর্যন্ত এ শোভাযাত্রা হয়। পরে দুপুরে বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠান সেন্টার ফর স্পেশালাইজড কেয়ার অ্যান্ড রিসার্চে (সিএসসিআর) বিনা মূল্যে স্তন ক্যানসার শনাক্তকরণ ও পরামর্শদানের আয়োজন করা হয়। সিএসসিআরের চেয়ারম্যান খুরশীদ জামিল চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেয়র শাহাদাত। এ সময় মেয়র বলেন, ‘আজ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমরা অক্টোবর মাসকে স্তন ক্যানসার সচেতনতা মাস হিসেবে পালনের ঘোষণা করছি। এ মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সচেতনতা র্যালি, স্কুল-কলেজে সমাবেশ, প্রদর্শনী, গণমাধ্যমে প্রচারণা,...