ময়মনসিংহের তারাকান্দায় জোর করে বৃদ্ধ হালিম উদ্দিন আকন্দ ফকিরের (৭০) চুল-দাড়ি কাটার ঘটনায় দায়ের করা মামলায় সুজন মিয়া (৩০) নামে আরও এক আসামি গ্রেপ্তার হয়েছেন। এনিয়ে গত দুদিনে দুই আসামি গ্রেপ্তার হলেন।তাদের প্রত্যেকের নামে তিনদিন করে রিমান্ড চাওয়া হয়েছে। বুধবার (১ অক্টোবর) বিকেল ৩টা সংশ্লিষ্ট মামলায় আসামিদের ময়মনসিংহ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোর্পদ করা হয়েছে। এ সময় আদালতে আসামিদের নামে এ রিমান্ড আবেদন করা হয়। পৃথক পৃথক অভিযানে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে ও রাতে ময়মনসিংহ নগরীর বিভিন্ন এলাকা থেকে প্রথমে আসামি মজনু মিয়া (৪৭) ও পরে সুজন মিয়াকে (৩০) গ্রেপ্তার করা হয়। তারা দুজনেই উপজেলার কাশিগঞ্জ এলাকার বাসিন্দা। তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান খবরের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় গত শনিবার তারাকান্দা থানায় ভুক্তভোগীর ছেলে মো. শহীদ...