বিশ্বের শীর্ষস্থানীয় কম্পিউটার ব্র্যান্ড গিগাবাইট তাদের নতুন প্রজন্মের গেমিং মনিটর গিগাবাইট এমও২৭কিউ২৮জি বাজারে আনার ঘোষণা দিয়েছে। এটি একটি ২৭-ইঞ্চি কিউএইচডি গেমিং মনিটর, যেখানে ব্যবহার করা হয়েছে সর্বাধুনিক ৪র্থ প্রজন্মের ডব্লিউওএলইডি (WOLED) প্যানেল। উন্নত প্রযুক্তি ও শক্তিশালী ফিচারের সমন্বয়ে মনিটরটি উচ্চ উজ্জ্বলতা, শক্তি সাশ্রয় এবং দারুণ রঙের মান নিশ্চিত করবে। অতুলনীয় গেমিং অভিজ্ঞতা: মনিটরটিতে রয়েছে সর্বোচ্চ ২৮০ হার্জ রিফ্রেশ রেট এবং মাত্র ০.০৩ মিলিসেকেন্ড রেসপন্স টাইম, যা গেমারদের জন্য দেবে মসৃণ ও ঝকঝকে ভিজ্যুয়াল অভিজ্ঞতা। দ্রুতগতির গেম বা কনটেন্টেও এটি অসাধারণ মোশন ক্ল্যারিটি বজায় রাখবে। চারদিকে বর্ডারবিহীন নকশা: ফোর-সাইড বর্ডারলেস ডিজাইন মনিটরটিকে দিয়েছে ৯৯% স্ক্রিন-টু-বডি রেশিও। ফলে ব্যবহারকারীরা প্রতিটি ফ্রেমে সম্পূর্ণভাবে মগ্ন থাকতে পারবেন। এলজি ডিসপ্লের সর্বশেষ ৪র্থ প্রজন্মের ডব্লিউওএলইডি প্যানেল (প্রাইমারি আরজিবি ট্যান্ডেম ওএলইডি প্রযুক্তি সহ) ব্যবহারের ফলে মনিটরটি প্রচলিত...