০১ অক্টোবর ২০২৫, ০৮:২৪ পিএম | আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ০৮:২৪ পিএম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাত পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। বুধবার (১ অক্টোবর) বিকেলে উপজেলার ছনুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আবাখালী গ্রামের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আল মাজু বাপের বাড়ি পরিদর্শন করে এসব নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। এসময় খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শওকত ওসমান, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাংস্কৃতি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নাছির উদ্দীন, উপজেলা বিএনপি নেতা মহসিন চেয়ারম্যান, ছনুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বোরহান উদ্দিন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, উপজেলা বিএনপি...