বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর যাপিত জীবন মানবজাতির জন্য অনুপম আদর্শ। তিনি ছিলেন দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, কিন্তু অতি সাধারণ ছিল তার জীবন। তরুণ প্রজন্মের কাছে তার এই অনুকরণীয় জীবন দর্শন তুলে ধরতে পদক্ষেপ নিতে হবে। বুধবার (১ অক্টোবর) দুপুরে ধানমন্ডির মসজিদ উত-তাকওয়া সোসাইটির উদ্যোগে তিন দিনব্যাপী সিরাত আয়োজনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাণিজ্য উপদেষ্টা বলেন, মসজিদ উত-তাকওয়া সোসাইটি নবী (সা.)-এর জীবনকে তুলে ধরতে যে উদ্যোগ নিয়েছে, তা এক উজ্জ্বল দৃষ্টান্ত। এ উদ্যোগ অন্যরাও নিতে পারেন। এই প্রদর্শনী দেখে তারা বুঝতে পারবেন কত সাধারণ জীবন থেকে তিনি কি অসাধারণ সম্মানের অধিকারী হয়েছেন। তিনি বলেন, নতুন প্রজন্ম বইপত্র পড়ে নবী করিম (সা.)-এর জীবনী জানে। আমরা চেষ্টা করেছি এ প্রদর্শনীর মাধ্যমে বইপত্র পড়ে...