জয় জানান, বছরের শুরুতে শারীরিক জটিলতায় ভুগতে থাকেন ইলিয়াস কাঞ্চন। কথা বলতে গিয়ে আটকে যাওয়া ও স্মৃতিভ্রংশের মতো উপসর্গ দেখা দিলে ৯ এপ্রিল তাকে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর এমআরআই রিপোর্টে মাথায় টিউমার ধরা পড়ে। পরবর্তীতে জাতীয় নিউরোসাইন্স ইনস্টিটিউটের বিশেষজ্ঞ চিকিৎসকরা মত দেন, টিউমারের অবস্থান গুরুত্বপূর্ণ নার্ভ সংযোগস্থলে হওয়ায় সরাসরি অপারেশন ঝুঁকিপূর্ণ হতে পারে। পরিবারের সিদ্ধান্তে ২৬ এপ্রিল ইলিয়াস কাঞ্চনকে চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হয়। সেখানে হারলি স্ট্রিট ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা শেষে ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে তার অস্ত্রোপচার করা হয়। তবে ডাক্তাররা ঝুঁকি বিবেচনায় টিউমারের পুরো অংশ অপসারণ না করে কেবল একটি অংশ অপসারণ...