লন্ডনে দায়িত্ব পালনকালে শরণার্থীদের হামলার শিকার হয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের লন্ডন ফ্লাইটের ফ্লাইট পার্সার তৈফুর রহমান খান। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্র জানায়, গতকাল মঙ্গলবার হেস্টন হাইড হোটেলের কক্ষ থেকে বেরিয়ে সামনে বসেছিলেন তৈফুর। এ সময় পেছন থেকে একজন নেশাগ্রস্ত শরণার্থী মোটা লাঠি দিয়ে তাকে আঘাত করে মাটিতে ফেলে দেন। পরে তার পেটে কিল-ঘুষি ও লাথি মারেন। হোটেলের নিরাপত্তাকর্মীদের তাৎক্ষণিক হস্তক্ষেপে রক্ষা পান তিনি। খবর পেয়ে লন্ডন পুলিশ ঘটনাস্থলে এসে হামলাকারী শরণার্থীকে আটক করে এবং মামলা করে। এরপর মারাত্মক আহত তৈফুর ই-মেইলের মাধ্যমে বিমান কর্তৃপক্ষকে ঘটনার বিস্তারিত অবহিত করেন। তবে পরে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়েছে। বিমানের কেবিন ক্রুদের অভিযোগ, লন্ডনের হেস্টন হাইড হোটেল নিয়ে তাদের দীর্ঘদিনের অসংখ্য...