নির্বাচনে পিআর পদ্ধতির দাবি যে কেউ করতেই পারে। কিন্তু এটি আদায় করতে গেলে তাদেরকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ। বুধবার (১লা অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে রণদা প্রসাদ সাহার বাড়ির পূজা মণ্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আরো বলেন, দেশের মানুষ একটি নির্বাচিত সরকারের দিকে তাকিয়ে আছে। জনগণের কাছে যাদের দায়বদ্ধতা থাকবে, জবাবদিহিতা থাকবে। বিএনপি সেই নির্বাচনে সরকার গঠন করতে পারলে তৎপরবর্তী ১৮ মাসে দেশ ও দেশের বাইরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা করে রেখেছে এবং কিভাবে তা বাস্তবায়ন হবে তাও নির্ধারণ করে রেখেছে। সন্ধ্যায় আমির খসরু মাহমুদ কুমুদিনী প্রাঙ্গণে পৌছলে তাকে স্বাগত...