ডেঙ্গু জ্বর এখন বিশ্বের দ্রুততম ছড়িয়ে পড়া মশাবাহিত রোগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বিশ্বের অর্ধেক মানুষ বর্তমানে ডেঙ্গুর ঝুঁকিতে রয়েছে। এশিয়া ও লাতিন আমেরিকায় এটি এখন বার্ষিক মহামারিতে পরিণত হয়েছে। হাসপাতালগুলো উপচে পড়ছে। চিকিৎসক ও চিকিৎসা সেবাদানকারীরা রয়েছেন চরম চাপে। আর পরিবারগুলো বাঁচার পথ খুঁজছে।বাংলাদেশে এ বছরের ভয়াবহ ডেঙ্গু মহামারিতে ইতোমধ্যে কয়েক শত মানুষ মারা গেছে। হাজার হাজার মানুষ আক্রান্ত হয়েছে। এই হতাশার সময়েই একটি কৌতূহলজনক চিকিৎসা মানুষের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে: ‘পেঁপে পাতার রস’। সাধারণ বিশ্বাস হলো—পেঁপে পাতা রক্তে প্লাটিলেট বাড়ায় এবং মৃত্যুর ঝুঁকি কমায়।এটি শুধু বাংলাদেশের ব্যাপার নয়। ভারত, শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশে ডেঙ্গুর সময় এ বিশ্বাস ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব ভরে গেছে নানা ব্যক্তিগত অভিজ্ঞতার গল্পে। পেঁপে পাতা অনেকের কাছে হয়ে...