০১ অক্টোবর ২০২৫, ০৮:০৩ পিএম | আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ০৮:০৪ পিএম কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ৩নং চান্দলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুককে দুর্নীতির দায়ে অপসারণ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে গত ২৮ সেপ্টেম্বর স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো: নূরে আলমের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে চান্দলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়। গত ১৫ জুলাই চান্দলা ইউনিয়নের ১০ জন সদস্য কর্তৃক ইউপি চেয়ারম্যন ওমর ফারুককে অনাস্থা ও অপসারণের দাবীতে ২৩ টি দুর্নীতির অভিযোগ করে জেলা ও উপজেলা প্রশাসক বরাবর দুটি পৃথক লিখিত স্মারকলিপি দেন। অনাস্থা প্রস্তাবের বিষয়ে তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথাকে তদন্তকারী কর্মকর্তা ও পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়। সে সময় বিশেষ সভায় পর্যবেক্ষকের উপস্থিতিতে উক্ত ইউনিয়ন পরিষদের ১০ জন সদস্য...