প্রতি বছরই চমক নিয়ে আসে সাতক্ষীরার বিভিন্ন পূজামণ্ডপ। তবে এবার যেন সব আলো কেড়ে নিয়েছে একাধিক ব্যতিক্রমী উদ্যোগ। পারুলিয়ার মণ্ডপটিতে তৈরি করা হয়েছে বাংলাদেশ রেলওয়ে পারুলিয়া রেলস্টেশনের আদল, যার মূল উদ্দেশ্য সাতক্ষীরাবাসীর দীর্ঘদিনের রেললাইন চালুর দাবিকে আরও জোরালোভাবে তুলে ধরা। এর পাশাপাশি জেলার অন্যান্য মণ্ডপে ধান ও পাটের তৈরি প্রতিমাও মুগ্ধ করেছে দর্শককে। বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা যায়, পুরো পারুলিয়া মণ্ডপটি একটি রেলওয়ে প্ল্যাটফর্ম এবং বগি হিসেবে সাজানো হয়েছে। ওপরে লেখা রয়েছে ‘পারুলিয়া রেলওয়ে স্টেশন’ এবং বগির গায়ে লেখা ‘সুন্দরবন সুপারফাস্ট এক্সপ্রেস’। এই অভিনব থিম দেখতে ইতোমধ্যে মণ্ডপে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। দক্ষিণ পারুলিয়ার রেল থিমের পাশাপাশি সাতক্ষীরা সদরে ব্রহ্মরাজপুরে ধানের তৈরি প্রতিমা ও কলারোয়ার উত্তর মুরারীকাটি পালপাড়া সর্বজনীন পূজামণ্ডপে সোনালি আঁশ পাট দিয়ে গড়া প্রতিমা নজর...