কুষ্টিয়ার মিরপুর পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা মো. আরিফুর রহমানকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বুধবার (১ অক্টোবর) বিকালে আদালতের রায়ে নির্বাচিত মেয়র আরিফুর রহমান বলেন, আমি ২০২১ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোবাইল প্রতীকে নির্বাচন করি। কিন্তু তৎকালীন সময় আওয়ামী লীগের প্রার্থী হাজী এনামুল হক অন্যায়ভাবে আমার বিজয় ছিনিয়ে নেয়। সেই সময়ে আমাকে এবং আমার স্বজনদের ওপর হামলা চালানো হয়। এছাড়াও পৌর এলাকার ৮নং ভোট কেন্দ্রে শতভাগ ভোট পোল দেখানো হয়। এর পরিপ্রেক্ষিতে আমি নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা করলে দীর্ঘদিন পর আদালত আমার পক্ষে রায় দেন। আদালতের এ রায় আটকাতেও নানাভাবে ষড়যন্ত্র করা হয়েছে; কিন্তু আদালত ন্যায্য বিচার করেছেন। আরিফ বলেন, ইতোমধ্যে আদালতের রায়কে সম্মান জানিয়ে নির্বাচন কমিশন একটি গেজেট প্রকাশ করে খুলনা বিভাগীয় কমিশনারকে শপথ পড়ানোর...