এর আগে ২০২৪ সালের ১৫ এপ্রিল টেলিনরের গ্রুপ সিইও ও প্রেসিডেন্ট সিগভে ব্রেক্কে বাংলাদেশ সফর করেন। দুদিনের সফরে এসে সাংবাদিকদের সঙ্গে টেলিনরের সিইও নানা বিষয়ে কথা বলেন, সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, “গ্রুপ সিইও হিসেবে বেনেডিক্টের প্রথম বাংলাদেশ সফরে তাকে স্বাগত জানাতে পেরে আমরা গর্বিত। গ্রাহক ও কর্মীদের সঙ্গে তার তাৎক্ষণিক সংযোগে আমাদের ব্যবসার মূল বিষয়টি প্রতিফলিত হয়েছে যে সবার আগে মানুষ। ব্যবসায়িক কমিউনিটির সঙ্গে তার আলোচনা এবং আমাদের টিমকে দেওয়া তার অনুপ্রেরণা, আমরা যাতে দায়িত্ব ও উচ্চাকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের ডিজিটাল অগ্রগতিতে নেতৃত্ব দিতে পারি, সেই সংকল্পকে আরও জোরদার করেছে।” গ্রামীণফোন বলছে, সফরকালে বাংলাদেশের ব্যবসায়িক সম্প্রদায় ও গ্রামীণফোনের এন্টারপ্রাইজ গ্রাহকদের সঙ্গে সাক্ষাৎ করেন বেনেডিক্টে শিলব্রেড ফাসমার। বাংলাদেশের ডিজিটাল অগ্রগতির অংশীদার হিসেবে টেলিনরের ভূমিকা ও প্রতিশ্রুতি...