পিরোজপুরের কাউখালীতে রিয়াজ হাওলাদার (৩২) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গাঁজা সহ গ্রেফতার করেছে থানা পুলিশ। সে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের মেঘপাল গ্রামের আলতাফ হাওলাদারের ছেলে। থানা সূত্রে জানা গেছে, কাউখালী থানার এসআই রাকিব হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের মেঘপাল সংলগ্ন গোরাখাল এলাকা থেকে ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ হাজার টাকা। এ ব্যাপারে কাউখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)...